যে লোকটি দারুন রাগে তীব্র অভিমানে
টেনে নিয়ে এ জীবনকে
অন্তহীন করে চলেছে সহন ।

নিজের কাছেও যে অজানা,
লোকটি আসলে শহর ডুবিয়ে দেয়ার মতো
এক জলের সুনামি করে চলেছে বহন ।

দিয়েছেন ঈশ্বর স্বভাব
তাই লোকটি যখন তখন লবণাক্ত জল হয়ে
হতে পারে না নির্ভার, পারে শুধু নিশ্চুপ দহন ।

তবে নিজ অস্তিত্বের মাটির গভীরে
ভূমিকম্পের মতোন
যখন জমাট বেঁধে গেছে দুঃখের চূড়ান্ত চাপ

আর সে সময়ে এসে যায় যদি
একটি এমন মুহূর্ত,
যেন স্বয়ং ঈশ্বর রেখেছে তাঁর হাত
সে লোকটির পিঠে
কান্নারত আবেগী বালককে আদরের মতো,
তবে এমনই অরোধ্য হতে পারে তার
বিস্ফোরিত বেদনার চিৎকার ও অশ্রুর প্রবাহ,
যেন করে দেবে লোকটি এ সংসার
নূহের পৃথিবীটার মতোন প্লাবিত ।

(০৪.০৫.২০২৪)