যে যুগ এখন জ্বলছে
অন্ধরা কথা বলছে
গাঁজাখুরি যত মিশিয়ে
ধর্মের নেতা বনে যাচ্ছে ।
বিদূষক দল নাচাচ্ছে
ধর্ম বাণিজ্য ফুলছে
নিজের খুঁত কিছু না দেখে
অলীক কাঁটা বিঁধিয়ে দিচ্ছে।
মোল্লার দৌড় মসজিদ
তারা তা ভুলে যাচ্ছে
কল্প খনি শুধু খুঁড়ছে
খোরমা কোরমা খাচ্ছে
এখন সে যুগ জ্বলছে।
যে যুগ এখন জ্বলছে
ইতর কথা বলছে
সুশীল কথারা পালাচ্ছে
কিল ঘুষি খুব মারছে
গালাগালি, গলাগলি করছে
সস্তার রস মামা গিলছে
অর্থহীন বাখোয়াজ লিখছে।
অন্য দেশে থুথু মারছে
খোঁড়া জ্ঞানে আলো নিভছে
মাতাল কথারা ঝরছে
নীল কাকের কা কা শব্দ
সেগুলো কেউ কেউ গিলছে
এখন সে যুগ জ্বলছে।
যে যুগ এখন জ্বলছে
স্বজাতকে দালাল বলছে
স্বজাতকে নাস্তিক বলছে
নিজেকে ঘোষণা করে বুজুর্গ
নিজ দেশকে ধুলোতে মেশাচ্ছে
বিশ্বে কী তাতে সম্মান বাড়ছে!
বাংলার রীতি বেঈমান ভুলছে
হানাদারী তেতুল গুনছে
নব রাজাকার লাফ দিচ্ছে
মরুর মোড়লে দেশ ভরছে
বিজ্ঞানের মধু খাচ্ছে
খেয়ে আস্তাগফিরুল্লাহ বলছে
মানব ধর্ম-জ্ঞানে ঢিল ছুঁড়ছে
এখন সে যুগ জ্বলছে ।
এখন সে যুগ চলছে ।
(১৪.০১.২০২১)