যারে যা পাখি
উড়ে চলে যা ;
না রে পাখি
তাকে কিছু বলতে হবে না ;
বুকের ভেতরে
ভার হয়ে থাকা
প্রেম আর ভালোবাসা
অনুরাগ আর কষ্টের যত
অমূল্য পাথর,
খুঁটে নিয়ে ঠোঁটে তুলে নিয়ে যা ;

ছুঁড়ে ফেলে দিবি তা
দূর সাগরে দূর পাহাড়ে
চিহ্ন যেনো থাকে না;
নির্ভার করে দে মন আঙিনা
প্রেমহীন হোক
এ হৃদয়ের দুয়ার দখিনা
উড়ে চলে যা
খুঁজে নে কোনো শূন্যতা ;
হারিয়ে যা ;
শুধু কথা দে তুই পাখি,
তোর ডানায় রাখবি না
একটি কণারও স্মৃতির ধূলিকণা,
আর কখনো তুই রে পাখি
ফিরে আসবি না।

ফিরে যদি আসিস পাখি
প্রতারিত ক্রুদ্ধ সম্রাটের মতো
ডাকবো তোকে হননে
সাত রাজ্য ব্যাপী মৃগয়া ।

(২১.০৯.২০২২)