শুনেছো, আজম খান এর গান ?
অথবা আরো গভীর বেদনা জাগানো
মিজান এর "পাঁপড়ি" গানটির সেই ভার্সান ?
লিখেছিলাম একবার কবিতায়,
ঐ একটি বাক্যের প্রেরণায়,
যখন মর্মে দিয়ে দারুণ টান
ওরা গভীর ইমোশনে গায়,
"মন কী যে চায় !" ।
জানো, মন কী যে চায় ?
শরৎ এর উপন্যাসের নায়কের মতো
একটি গভীর চড় মেরে
তোমার কোমল গাল রক্তাভা করে দিতে চায় ।
গ্রীক বা রোমানদের প্রধান দেবতার মতো
ব্রহ্মান্ড কাঁপানো রাগে
কেটে দিতে চায় তোমার বোহেমিয়ান ডানা ।
ক্রুরতম বাদশাহ'র ভয়ঙ্কর জল্লাদের মতো
খড়গ নয়, দু'হাত দিয়ে
তোমার হিপোক্রেটিক দর্শনজাত সব পুরুষ বন্ধুদের মস্তক
মুরগীর মতো ওদের এক একটি দেহ থেকে
ছিন্ন করে ফেলতে চায় ।
সূর্য দীঘল বাড়ির কঠিন বাস্তবতার মা'য়ের মতো
রূপক কবিতার মদিরতা থেকে তোমার লাগাম-ছাড়া সত্তাটির
দু'টো বেণী ধরে টেনে হিঁচড়ে
আমার ধারাবর্ণনা কবিতার আড়ালহীন অস্তিত্বে
প্রবল ছুড়ে দিতে চায় ।
বাইরের জগতে মাথা নিচু লক্ষ্মী
অথচ ফেসবুকে প্রশংসা কামুক শেহেরজাদীর মতো যত পোস্ট,
নরকের আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করতে চায় ।
তোমার কারণে মৃত্যুর আকাঙ্খার মতো যন্ত্রনায়,
এই মন এখন অলৌকিক অভিশাপ হতে চায় ।
যেন তোমার ঐ স্বার্থপর স্বাধীনতা, ঐ শৈল্পিকতা,
ঐ পাথর হৃদয়টা.......জানতে পারে
কতটুকু তুমি নির্মম, নির্মমতায় ।
(১৯.০১.২০২৪)