হারিয়েছো পথ ?
কেন হঠাৎ এ দুয়ারে ?
ছিঁড়ে ছিলে অনুরাগ,
ছুড়েছো খোঁয়ারে ।
কোন বিভ্রমের ভাটা
হেনেছে তোমার
বন্ধুত্বের মোহন জোয়ারে !
ভেসে থাকো ভাসছিলে যেমন
নর নক্ষত্র নহরে
আর সঙ্গতার আদিম বহরে।

ভুলে গেছি যেমন বলেছ
ফিরে যাও যেমন ফিরেছো
বারে বারে
দর্শন দীক্ষায় রিক্ত করে
চলে যাও যেমন গিয়েছো
বন্ধুত্বের গহবরে
নিষাদের মতো প্রহরে প্রহরে ।

প্রেম নয় কখনোই আর,
কিনবো মাংস
জাগতিক দাসত্ব মোহরে।

(১৫.০৬.২০২৪)