কবিতা লিখতে ইচ্ছে করে না
তোমার সাথেই কথা বলতে ইচ্ছে হয়
তােমার সাথে আমার কথারা
সৃষ্টি করে যে ভালোবাসা বেদনা
কবিতা থেকে আরো বেশী অনন্য হয়।

প্রেমের কবিতা লিখে হয়তো আমি স্বার্থপর
তবে প্রেমের কবিতাই তোমার হৃদয় নাড়াতে হয়েছে কার্যকর
প্রতিবাদী কবিতা লিখতে পারি পেতে পারি কিছু পিঠচাপড়
কিন্তু দেখি তাতে দুঃশাসকের কিচ্ছু আসে যায় না
বিন্দুমাত্র হয় না তার দুঃশাসনের নড়চড়।

কবিতা ছাড়া তোমাকে পাওয়া হতো না;
পৃথিবীতে এখনও ব্যর্থ হয় বস্তুবাদ,
তোমার মতো অনন্য কোনো কোনো রমণীরা
কবিতার পথ ছাড়া কারো কাছে আসে না।

তােমাকে ভালবাসতে গিয়ে কবিতার অমর শক্তি আমি দেখেছি
এছাড়া একজীবনে এ পৃথিবীর মানব কবিদের হাতে
ঈশ্বরের গ্রন্থের মতো অসংখ্য আশ্চর্য কবিতা আমি পেয়েছি।


(০৮.০৭.২০২২)