ইনামোরাটা,
ইশতেহার, ইশতেহার বলে চিৎকার করে কত কবি
তাদের কবিতার শিরোনামে, আমি কিন্তু করিনি,
তবে আজ পাঠালাম তোমাকে, দেখো তো পড়ে....
তোমার মখমলের মতো নরম ত্বকে জাগায় কিনা শিহরণ ?
অথবা মোমের মতো দু'পা এর সাথে
তোমার মোম গলা ঐ মন, দেখতে পায় কিনা
একটি লোক হাঁটছে আর হাঁটছে খুব অন্ধকারে  
কোনো এক প্রেমিক সকালের খোঁজে ?
নাকি সে তোমাকেই খুঁজছে ইনামোরাটা
                              কোনো সোনালী সমুদ্র পাড়ে,
কিন্তু নিজেই হয়তো পারছে না বুঝতে !

ইশতেহারে দেখো, একটি অ্যাবিউসড মেয়ে পাখির মতো
একদিন উড়ে পালিয়ে গেছে তার পেরুভিয়ান আকাশে,
অথচ আমার দেশের মাটির সবুজে এমন কত মেয়ে
মুখ চেপে ধরা বন্দি জীবন কাটায়, যখন তখন সেসব
করাল স্মৃতির ছোবলে কৈ এর মতো ঝাঁকি খায় শরীরে ও সত্তায়।
বাবা মা স্বামী সমাজের চোখের শাসনে চাইলেও পারে না
বাংলার সবুজে হরিণীর মতো ছুটে গিয়ে মিশে যেতে।

ইনামোরাটা,
আমি মাঝে মাঝে এ শহরের সিঁড়ির কোনো ধাপে
দাঁড়িয়ে আগুন্তুক হয়ে উঠি,
দেখতে থাকি পৃথিবীর মানুষের কী প্রবল ছুটোছুটি,
যেন পিঁপড়ের মতো একাগ্র ও কিছুটা স্বার্থপর পরিশ্রম
আর মনে হতে থাকে কবিতা যেন তাদের কাছে
কবিদের বিভ্রম ছাড়া কিছুই নয়,
আমি কী এক ভয় এর ধাক্কা অনুভব করে তাড়াতাড়ি নেমে পড়ে
ওদের মতো হয়ে উঠি, কবিতাকে বলি, হাত ছাড়ো বলছি,
আহ বিরক্ত করো না !

ইনামোরাটা, তুমি কি এক্রোপলিসের চুড়োয় বসা
রূপসীনি সে চেলো বাদীকার মতোন কখনো হতে চাও না ?

(১৮.১১.২০২৩)

ইনামোরাটা > Inamorata > প্রণয়িনী
চেলো > Cello > গভীর স্বরের বেহালাজাতীয় বাদ্যযন্ত্র