ইনামোরাটা, শুনতে পাচ্ছো কি ?
জেরুজালেমের দিকে কোবরার মতো ফণা তুলে
খুনী দৃষ্টিতে তাকিয়ে আছে ইতিহাস ।
সে যেন তার শরীরে চাইছে,
আরেকটি বিশ্ব বিপাকের বিষাক্ত বীভৎস
পৃথিবীর গতিপথ লন্ডভন্ড করে দেয়া দগদগে পাঠ ।
ইনামোরাটা, আমার সমস্ত অস্তিত্বে জমাট বেঁধে আছে
রাশান উইন্টার ।
ঐ অস্ট্রিয়ান দানবের বিশ্ব দমনের অভিলাষের মতো
ভালোবাসতে গিয়ে বিবেচনা একদম করিনি
মৃত্যু শীতল আবহাওয়ার মতো তার নিঃসঙ্গ থাকার
আদর্শজাত প্রমোদের কথা।
ইনামোরাটা, তুমি কেমন আছো ?
তােমাকে কি সেরেনেইড করছে ভিয়েনা কিংবা প্যারী'র
হ্যান্ডসাম কোনো চেলিস্ট জেমস বন্ডের মতো ?
মাঝে মাঝে বহু সমুদ্রের নীল বিছানা পেরিয়ে
সিক্রেট ম্যাসেজের তরঙ্গের মতো যেন ভেসে আসে
তোমার ভাঙা ভাঙা অনুরাগ শব্দমালা।
আমার মনে পড়ে যায়, ঐ মোমের মতো দু'পা
বিড়ালের মতো ধীরে ধীরে হাঁটে আমার অনুভূতির প্রাসাদে,
মাছের কাঁটা চাটে বাৎস্যায়নের ঘরে কী নিমগ্ন।
বলো তো ইনামোরাটা, শরীর সংসর্গ এত স্বাভাবিক একটি দান
তবু কেনো আমরা
এ বিষয়ে আলাপ করতে এত লজ্জিত বোধ করি ?
এই যে আরব্য রজনী, কৈশোরে কত পড়েছি
কিন্তু একবারও জানিনি
এটা আরব দেশের প্রাপ্তবয়স্ক লোক সাহিত্য কাহিনি
সংকলিত হয়েছিল ইসলামের স্বর্ণযুগে,
যখন খলিফা হারুন উর রশিদ খুলেছিলেন "হাউস অফ উইজডম",
আর ইবনে সিনা, আল-বিরুণী, খৈয়ামেরা মেলছিলেন বাধাহীন
দর্শন ও কবিত্বের দুর্দান্ত সব পাখনা !
আশ্চর্য, ইনামোরাটা, আমার চল্লিশ পর্যন্ত আমি সে কথা জানিনি !
মানসিক রোগের মতো ইনট্রোভার্ট এবং পড়ুয়া
আমার মামাতো ভাইয়ের কাছে,
সেই কৈশোরের সরলতায় আরেকবার পড়ার জন্য চাইতেই,
ও যেন কিরকম অস্বস্তির মাঝে পড়ে ব্রীড়া রাঙা হয়ে গেলো,
বললো দাদা, তুমি তো জানই... বইটা...আমি লুকিয়ে রাখি।
আমি তো হতবাক ইনামোরাটা, আমি তো আসলে জানিই না !
নিজেকে এত পাঠ বোদ্ধা মনে করেও জানি না,
এর গল্প থেকে গল্পে প্রোথিত আছে এতটাই শৃঙ্গার আমোদের অংশ।
আহ! ইনামোরাটা, ঝলমলে পোশাকের শেহেরজাদী
ছুরি নিয়ে আজো ঘোরাঘুরি করে আমার সত্তার রোমান্টিক নগরে ।
তাই হয়তো কেউ আমার উপর নির্ভর করতে পারেনি.....
আর সে জন্যই আবার হয়তো
আমি মুক্ত পাখির মতো তোমাকেও চুম্বন করতে পারি,
কবি হতে পারি যা ইচ্ছে তাই এলোমেলো.....
ইনামোরাটা, তুমি কি শিখেছিলে বাজাতে চেলো ?
(১৬.১১.২০২৩)
ইনামোরাটা > Inamorata > প্রণয়িনী
চেলো > Cello > গভীর স্বরের বেহালাজাতীয় বাদ্যযন্ত্র