ইনামোরাটা, চলছে যে প্রচেষ্টা ধর্মীয় উগ্রবাদের শ্বাসরুদ্ধ ভবিষ্যত,
মুছে দেবে ধর্মান্ধ একাত্তরের পরিচয় এবং চেতনার মিমাংসিত পথ,
এসো ইনামোরাটা, আবার যেতে হবে সমরে অথবা ইচ্ছে নির্বাসনে,
তবু বাঙালির সংস্কৃতি ছাড়া দেবো না কোনো মরু মনস্তত্ত্বে দাসখত ।


(০৪.০১.২০২৫)

* Inamorarta - প্রণয়িনী।