ইনামোরাটা, আমরা বধির হই ঈশ্বর ভাষার দুর্বল উত্তাল অনুবাদে
এবং এই জীবন কাটাই ঈশ্বরের নীরবতা ভাষাটির অপার আস্বাদে
পৃথিবীর শয়তান খুন করে যায় তাঁরই দেয়া নাকি অমূল্য এই জীবন !
তবু নীরবতা তাঁর ভাষা অনূদিত সর্বত্র যা ধর্ম বাণিজ্যের বিসম্বাদে ।

********* ********* ********* ********* ***

ইনামোরাটা, শুনছিলাম আই হ্যাভ বিন লুজিন ইউ বাই আ-হা,
ফুটপাতে লাইক এ মডেল বিটে বিটে ফেলছিলাম আমার দু'পা,
দর্শনের সে রমণী ঐ চতুরের যাদুবন্দী মোহন শিল্প এখন,
তোমাকেও কি করবে হরণ অ্যাপোলো কোনো, জানিও ইনামোরাটা ?


(০৩.০১.২০২৫)

* Silence is the language of god, all else is poor translation" - Rumi.

* Inamorarta - প্রণয়িনী।
* I've Been Losing You by A-Ha (আন্তর্জাতিক নরওয়েজিয়ান পপ গ্রুপ এর গান)
* Apollo গ্রীক দেবতা ।