ইনামোরাটা, এসো এবার ডিসেম্বরে,
সুইট সিক্সটিনের মতো অনুভবে
এসো আমাদের ষোলতম দিবসের মহান বিজয়ে।
যদিও "মথ টু দ্য ফ্লেম" এর মতোন
কিছু পতঙ্গরা এখন অকৃতজ্ঞ অহংকারে আর
হাইব্রিড চেতনার চরমপন্থী উৎসাহে,
আমাদের অনন্য মুক্তির ইতিহাসকে
ঠেলে দিতে চাচ্ছে
জনতার অনুভূতি ট্রেনের সেকেন্ড ক্লাসে,
চাচ্ছে গ্রাম্য গোবরের মতো মনস্তত্তে
লেপে মুছে দিতে একেবারে।
বাদ দাও ইনামোরাটা,
যদি ফিরতে হয় ফিরবো আমরা একাত্তরে,
সে ভাবনা পরে, যদি আসোই এবার
পাবে যে তুমি আমার
দেশপ্রেমিকের মতো গভীর চুম্বন,
রাখবে তোমার মোমের মতো দু'পা
আমাদের এ সবুজ মানচিত্রের মাটিতে,
শিশির মাখা নরম ঘাসে, কোমল করে এমন,
যেন আমাদের এই মাতৃভূমি
ইয়েটস্ এর কবিতার না পাওয়া সে স্বর্গের চাদর।
এরপর দেখবে তোমার দুই বাদামী নয়ন,
পদ্মা, মেঘনা, যমুনাসহ তেরোশ নদী,
এ বাংলার ধানসিড়ি এবং দখিনে গর্জন করা
দুর্দান্ত বঙ্গোপসাগর ।
যদি চাও অরণ্য, হতে চাও হরিণী, নিয়ে যাবো
তোমাকে সুন্দরবন, এবং বুঝতে চাও যদি
নিবিড় করে আমার এই মন, তবে বেড়াবো ঘুরে
এই দেশের সংগ্রামী সব শহর।
ইনামোরাটা, তোমাকে যেন ডাকছে ডিসেম্বর,
ডাকছে আমাদের স্মৃতিস্তম্ভ, এক রক্তের সাগর,
এক্রোপলিস, কার্নেগি নয়, বাজাবে তোমার চেলো,
মহান বিজয় দিবসের এই বাংলাদেশের সমুদ্রতটে,
পাহাড় চূড়ায়, সবুজ শস্যের প্রান্তর এবং অরণ্যে,
দেশপ্রেমের গভীর সুরে, বাজাবে তোমার চেলো,
সারা দেশের অন্তরে,
যেন একাত্তর হয়ে ওঠে প্রখর সূর্যের মতো
আমাদের পরিচয়, প্রতিটি ১৬ই ডিসেম্বরে ।
(১৬.১২.২০২৪)
ইনামোরাটা > Inamorata > প্রণয়িনী
চেলো > Cello > গভীর স্বরের বেহালাজাতীয় বাদ্যযন্ত্র