ইনামোরাটা, তোমার মোমের মতোন দু'পা
আর তার মাঝে নিবিড় স্থাপিত ঐ চেলো,
জীবন্ত সেই স্কাল্পচারটিই একদিন
এইসব কবিতার এক্সপ্লোশান ঘটিয়েছিল ।
এক্রোপলিসের সেই সন্ধ্যাটির কনসার্টে
শিশুর মতোন যেন এই দু'গালে চুম্বন করে
অদৃষ্টের মাঝে কোনো কবিতার অদৃশ্য ঈশ্বরী
দেখালো তোমাকে, ইনামোরাটা তোমাকে ।
বললো, বৎস,
মাতৃভূমি ও জীবন জাগায় তোমার মাঝে
যত বিমুখতা, অনাগ্রহ আর অসীম ক্রুদ্ধতা,
শুনে যাবে সব-ই স্নেহে ও প্রেমে
অনন্য ঐ চেলোর বাদিকা ।
ভুলে যাবে মৃত্যুর প্রার্থনা, বাঁচাবে তোমাকে
কবিতার মতোন অনন্ত কথোপকথনে
এবং একটি দৃশ্যমান মিষ্টি রহস্যের মতো
ইনকন্সিভেবল্ ইনামোরাটা ।
(১২.১১.২০২৪)
ইনামোরাটা > Inamorata > প্রণয়িনী
চেলো > Cello > গভীর স্বরের বেহালাজাতীয় বাদ্যযন্ত্র