ইনামোরাটা, অমরত্বের পথে হাঁটার কথা
কখনো ভাবিনি আমি ।
সেই অনন্য ইন্টেলিজেন্স কখনো করেনি আমাকে স্পর্শ ।
মনে আছে তোমাকেও শুনাতাম,
মাঝে মাঝে তোমাকে রাগিয়ে দেবার জন্য একটি গান,
"তুমি যেনো কেমন হয়ে গেছো, কিছুটা অপরিচিত" ।
ইউটিউবে সেদিন আমার যুবক বেলার এই গানটির মাঝেই
হঠাৎ দেখলাম আমি অমরত্ব,
মরে গিয়েও আইয়ুব বাচ্চু এখনো মরেনি, সে অমর !
হ্যাঁ ইনােমোরাটা, অমর !
মহা জীবন্ত বাচ্চু বাজাচ্ছে তার দুর্দান্ত গীটার !
আর গাইছে,
"এলোমেলো কি যেন ভাবো হয়ে অগোছালো...."
তোমাকে নিয়ে আমার কবিতা স্থাপত্যকর্মের একটিও যদি
সুদূর ভুবনের কোনো দিনে, কোনো কবিতা প্রেমী পড়ে,
ফেলে দীর্ঘশ্বাস, খোঁজে আমার ইতিহাস,
তবে আমিও পাবো কিছুটা অমরত্বের মহিমা ।
তাই না, ইনামোরাটা ?
তবে আমি নিশ্চয়ই ভাবতে পারি, যদি চলে যাই আগে,
তোমার মোমের মতোন মনের মাঝে
মোম গলা ঐ স্মৃতির শিখরে
জীবনানন্দের নিঃসঙ্গ চিলের মতোন উড়বো আমি, অমর !
আর আমি চলে গেলে, যতদিন না তুমিও চলে যাও
তোমার ম্যাজিক্যাল মাধুর্য এই পৃথিবীর বিউইচিং বুকে ছড়িয়ে রেখে,
ততদিন বাতাসের মাঝে
মিশ্রিত রঙের অপূর্ব ঘন দীর্ঘ তোমার চুলে
আমি বুলিয়ে দেবো
নিসর্গের মতো আমাদের মিলনের মিনিংফুল এন্ড মেলোডিক অনুভব
ছিল যত গভীরতর,
ইনামোরাটা,
আমি কিন্তু শুনতে পাচ্ছি তোমার অশ্রু জড়ানো স্বর ।
না, ইনামোরাটা, প্লিজ কেঁদো না, বরং বাজাও তোমার
চেলোটি চাঞ্চল্যকর !
কেউ না জানুক,
তুমি আমি এবং দ্য আর্থ ইটসেল্ফ তো জানে, যে আমরা দু'জন,
এন্ড দে লিভড ফরএভারের মতোন সুখী, দুখী এবং অমর ।
(০৩.০১২.২০২৩)
ইনামোরাটা > Inamorata > প্রণয়িনী
চেলো > Cello > গভীর স্বরের বেহালাজাতীয় বাদ্যযন্ত্র