ইনামোরাটা,
কোথায় হারালো জীবনের মিষ্টি অনুভূতি ?
কৈশোরে যখন কষ্ট পেয়েছি,
যৌবনে এসেছিল যতবার বিষাদ,
প্রথম বৃষ্টিতে শহরের তীব্র দহনের মতো
হৃদয় মুছে দিত সব রকমের আঘাত।
গান কবিতার বাক্যের সম্ভারে
বারে বারে বুকের নিবিড় কন্দরে
ফুটে থাকতো মিষ্টি আলোর মতো
রোমান্টিক এক জীবনের শত রূপের সম্ভাবনা ।
অথচ আজ
ভাগ্যের প্রতিশোধকামী চোখ
কী আশ্চর্য স্থির আমার উপর
এক মুহূর্ত যেন সরিয়ে নিতে চায় না।
যেমন সরিয়ে নেয় না গাজায়, ইনামোরাটা
মানুষের জন্য ঐ ঈশ্বর ভাগ্যের খুনে চোখ !
ইনামোরাটা, ওরা কি বলছে তুমি শুনেছো ?
"বুলেট যদিও না কাড়ে আমাদের প্রাণ,
কেড়ে নেবে তা দুর্ভিক্ষ। "
আহ! ইনামোরাটা,
এমন অমানবিকতা অসহনীয় !
অথচ বেঁচে থাকি গ্লানিহীন নির্বিকার,
বদলে ফেলি টিভির চ্যানেল দেখামাত্র
যেন আমিও এক মমতাহীন নিরাকার ।
ইনামোরাটা,
তুমি আমি যদি হতাম ফিলিস্তিনি,
তবে সাত যুগ ধরে প্রবাহমান
সেই মৃত্যু উপত্যকায় বসে
পাঠ করতাম দু'জনে নিশ্চয়ই জানি,
"এখানে নেই কোনো বিধাতার বিলাপ,
জীবন নামের এই যে অনন্ত অভিশাপ,
তার জন্য তোমাদের মতো আমরা কখনোই নই
কোনও ঈশ্বরের কাছে ঋণী ।"
ইনামোরাটা, আজ রাতে তুমি
অশ্রুসিক্ত প্রার্থনার মতো সুর তোলো,
প্যালেস্টাইনে ধ্বনিত করো মানবতা
মানব ঈশ্বরীর মতো বাজাও তোমার চেলো ।
(১২।০৪।২০২৪)
ইনামোরাটা > Inamorata > প্রণয়িনী
চেলো > Cello > গভীর স্বরের বেহালাজাতীয় বাদ্যযন্ত্র