ইনামোরাটা, তুমি বাজাতে শেখো চেলো;
এক্রোপলিসের চুড়োয় বসে রূপসীনি বাদীকা,
যেভাবে বাজিয়েছিলো,
এথেন্স বিকেলের সেই কনসার্টে;
সেইরূপে ইনামোরাটা,
হও তুমি মোর সুলেল চেলোর রূপসীনি বাদীকা;
ইনামোরাটা তুমি আমাকে নিয়ে চলো,
ইতালিয়ান ল্যান্ডস্ক্যাপ, তার যে কোনো সৌন্দর্য্য,
অথবা রেঁনেসার অপূর্ব কোনো ফ্রেসকো, তার নিচে,
দুর্দান্ত দু’পায়ের মাঝে আমায় নিবিড় স্থাপন করো,
শুধুমাত্র ভালোবেসে; বাজাও বাখ, পার্ল ফিসার
নিয়ে যাও আমায় ফরাসী সমুদ্র কিনার;
যখন যা, তোমার মনে ফুটে উঠবে,
সেসব নোটেই শুধু ছুঁয়ে দেবে, তোমার অপূর্ব আঙ্গুল;
আর এভাবেই আমি,
জীবন নামে জেনেছি যতো ভুল,
তার মাঝে ফুটবে কিছু বোধগম্যতার ফুল;
অবোধ্য জীবনটার সুরশ্রী সব মোহনাতে থেমে থেমে,
প্রেমের যতরূপ আলোড়নে হয়ে উঠবে তুমি,
আমার স্বপ্ননির্ঝর ইনামোরাটা;
একদা অধরা থেকে হবে তুমি আজ, আজন্ম অপরাজিতা;
ভুলিয়ে দাও সব যন্ত্রণা,
মোমের মতো ঐ দু’পা
থেকে, জীবন রহস্য দ্বারগুলো সব খুলে একে একে,
দাও আমাকে জীবন নামের নিঁখুত সেই আলিঙ্গন;
তবে আমাকে তুমি তুলে নেবে যখন,
জানি গড়বেন ঈশ্বর তখন, প্রেমের কোমল এক ভাস্কর;
সেই মুহূর্তটি থেকে, তুমি আমি দুজনে নিভৃতে,
এক সুরে হবো চির ভাস্বর।
এসো হাত ধরো ইনামোরাটা, এক জীবন থেকে অন্য জীবনে,
খুঁজে নেবো দু’জনকে দু’জনে,
চলো অঙ্গীকারে হই মোরা, দুই নিঁখুত জাতিস্মর।
(০৫.১১.২০২০)
ইনামোরাটা > Inamorata > প্রণয়িনী
চেলো > Cello > গভীর স্বরের বেহালাজাতীয় বাদ্যযন্ত্র
নোটেই (শুধু ছুঁয়ে দেবে) > মিউজিক্যাল নোটেশন