আসলে আমরা অরণ্য বন্য
সভ্যতাটা গড়েছি অসভ্যতার জন্য
আদিম আচরণেই হই বিকৃত ধন্য
এবং হত্যাই হয় ধর্ষকামী অনন্য পণ্য।
স্রষ্টাই বলেছেন, মানুষেরা মূলত
অকৃতজ্ঞ, অনাচারী, যালিম জঘন্য।
রাজনীতি, ধর্ম, অর্থ সম্পদ, এলাকার কর্তৃত্ব
ফসল কিংবা জমি সংক্রান্ত,
প্রেম, পরিবার, কর্মক্ষেত্র
হোক না যে কোনো ধরনের প্রতিপক্ষ,
এবং স্তব্ধ করে দিতে
বাক স্বাধীনতার সামান্য সাহসী সৎ কন্ঠও
হত্যাই এখন সমাধা সংস্কৃতি, মূল লক্ষ্য।
অতঃপর চর্চায় চর্চায় এখন হত্যা করি অকারণে,
যেমন একবেলা ভাত খেতে চাইলো বোলে,
নরকও কেঁপে ওঠা নারকীয়তায়
পিটিয়ে আর পিটিয়ে
আমরা হই নৃশংস সব নপুংসক বীর
ঐ অবুঝ মানসিক রোগী তোফাজ্জলের
জীবন হরণে।
(২১.০৯.২০২৪)