আমি প্রেম চেয়েছিলাম,
দিতে পারতো, দিতে চাইলো না ।
কেননা প্রেমের মতো বহু বন্ধুত্বেই
সে যে চায় সুখ এবং স্বাধীনতা ।
শুধু ভালোবাসাই ছিল না, ছিল দুটি হাতও
বেঁধে দিতে দাসের মতোন তার মালামাল ।
কিন্তু ছিল না আমার
উঁচু উঁচু মানুষের সাথে যোগাযোগ,
ছিলো না চেনা
পাহাড়ে সমুদ্রে আদিম ভ্রমনের জন্য
একটিও চতুর দালাল ।
তাই মুগ্ধতার ডাল পালা ছড়িয়ে
জড়িয়ে ধরতে দেয়নি তার সমৃদ্ধ দিনকাল ।
তার যুক্তিগুলো এবং সেসব দর্শনও
ছিল অজুহাত ও মিথ্যাচারের খেলা
দৃশ্যমান শুদ্ধতার অভ্যন্তরে কেউ বোঝে না
যা হতবাক করে দেয়া বেসামাল ।
(০৩.১১.২০২৪)