তোদের সমুচিৎ পতনের পর,
ভিডিও ফুটেজে প্রতিদিন দেখি
অমানুষের মতোন শত তরুণের হত্যাকাণ্ড
আর কী ভীষণ চমকে উঠি !

তোদের পালিত গুন্ডাগুলো
                কী খুন উন্মত্ত পশুর মতোন
খুন করেছিল আহা কত যে যুবক
             এ দেশের সর্বত্র__দিকবিদিক্।

তোদের বদলে করতো যদি কুকুরেরাও শাসন,
তবে তারাও হতো না এতো ক্ষমতা অন্ধ হারামী,
এতোটা অমানবিক ।

বাংলাদেশের আকাশ বাতাস ও নদী জলে
এই ছত্রিশে জুলাই থেকে শুনবি শুধুই ধ্বনিত হবে
তোদের প্রতি ধিক্, ধিক্ আর ধিক্ ।

(২১.০৮.২০২৪)