হতে দাও ভাঙন আর ভাঙন,
হতে দাও শুভ সব কিছুরই পতন,
আমার এই সবুজ দেশ থেকে
পুরো পৃথিবী জুড়ে হতে থাকে যেমন,
ঝরে যেতে দাও মানবের অশ্রু
এই পৃথিবীর তিন ভাগ জল
সত্যিই যখন,
ইতিহাস জুড়ে শুধু হতেই দেখেছি,
শুভ থেকে অশুভর শক্তি বেশী
তবে থেকে যাক এই নিয়মে
অনিরাপদই মানব জীবন ।
চলো, অশ্রু ঝরাতে ঝরাতে শুনি
জীবনের জন্য সব মহা মহা বাণী,
নির্লজ্জ, নির্বোধ, স্বার্থপর মুখ থেকে
অকর্মা যত দর্শন,
জীবনের জয় জয়কার
মাহাত্ম্য শুধুই ধ্বনি শেষে যার
ফলশূন্য এবং অকারণ,
এবং মরতে মরতে শুনি
বৈষম্যের আঁচড় না লাগা
বিলাসী ও ধনবান সব পুতুলগুলোর মুখে,
আহা, কী সৌভাগ্য,
পেয়েছি কী সুন্দর এই জীবন !
হতে দাও নিষ্ঠুরতা, হতে দাও নির্যাতন,
ক্ষয়, ভয়, ভক্ষণ ও বেঁচে থাকারই দহন,
না হোক আর হরণ উৎসবের উৎসারণ,
পৃথিবীর এ অসুখ নিরাময় যোগ্য
করা হয়নি যখন ।
(০৪.০৩.২০২৫)