কবে হবে বলে দে, হে কবি ?
থেমে যাবে যেদিন পদ্মার
ভাঙ্গনের মতো এই উপাখ্যান,
হাহাকারে ওড়া এই অকৃতজ্ঞ পাখি
করে দেবে বধ ঐ শাস্তির আসমান,
যেদিন শহরে বন্দী থাকা কবিতারা
হাঁটবে না একাকী আর সন্ধ্যার বাতাসে,
সেদিনই কি অশরীরীর মতোন
যাওয়া হবে সব নিসর্গের দেশে ?
সমুদ্রের জল, নীচু মেঘ, বিশাল ঝর্ণারা
কাকে করবে স্পর্শ বিস্ময়ের মতো এসে ?
তখন মুগ্ধতা তুচ্ছ সবই !
বলিস না, বলিস না, কবি
আমার সমস্ত সত্তায় গোধূলী হাসে,
আমি সময়ের রাজ্যে মৃত
এইসব "হবে কোনদিন" অপেক্ষার পাশে।
(২০.০৬.২০২৪)