হিসেব রাখছি আমি,
হিসেব রাখছেন ঈশ্বর ।

যতবার তোমার
শৈল্পিক নির্দোষতার মায়াজাল ছড়ানো
যক্ষিণী সরোবর,
আমাকে ডোবায় শ্বাসকষ্ট সম যন্ত্রণায়
একের পর এক মিথ্যে
আর সেগুলোর রূপক ব্যাখ্যার ভেতর ।

(২৭.০২.২০২৪)