কেউ কখনো আমার জীবনের
একটি প্রান্ত
করে তোলেনি হিরন্ময়
হতে পারিনি জীবনের কোনো পর্বে
হিরন্ময় সুখে আলোকিত দেবতা।
তাই মৃত্যুর খোঁজ করি
সেই-ই করে তুলুক হিরন্ময়
আমার অন্তিম গন্তব্য ।
শুধু দুঃখ, সে অপার মুহূর্তের শিল্পিত বর্ণনা
লিখে যাবার কোনো সুযোগ হবে না।
তোমরা হয়তো শুধু কাঁদবে
অথচ আমার সে হিরন্ময় মুহূর্তটি
তোমাদের জন্য হবে না সমৃদ্ধ পাঠ
তার অনন্য সুখ তোমাদের স্পর্শ করবে না ।
সেদিন পায়ের নীচে
সমগ্র জীবনের সমস্ত ধুসর প্রান্তের পর
এই অন্তিম প্রান্তের শেষ মুহূর্তে
বঞ্চনার কাঁটার বদলে জেগে উঠবে
হিরন্ময় জীবনের কোমল কচি ঘাস....
আমি আর থাকবো না দুর্ভাগা ।
(29.10.2022)