আমার ঘরে এলেই দেখো ফুঁকছি আমি দুঃখ
জীবনে যেন আর কিছু নেই দুঃখটাই মূখ্য
নিঃসঙ্গতা, বিষন্নতা এছাড়া নেই কোনোই কথা
জেনেও যদি আসতে থাকো
ভালোবাসায় ধরে রাখো, হবোই বা কেনো রুক্ষ ।

☕🍎🍞🍪🍵🍹🍲

আমার ঘরে
দুঃখদের দুর্নিবার নৃত্য  ;
যোগ দেয় ওদের সাথে
কষ্ট আর একাকীত্ব ;
ম্লান হাসে পাশাপাশি বসে
নিঃসঙ্গ ও বিষন্নরা নিত্য ;
নিথর পড়ে থাকি বিছানায়,
দিয়ে যাই আজীবনের
এক আতিথ্য ।

👋☀🔪🚪♨🔨🗿

একটি পাখি দেখেছো
খাঁচার ভেতর ?
ঠিক তেমনি, আমি এবং
আমার ঘর ।
পাখিটির আকাশ নেই
সঙ্গী নেই ।
আমার কোথাও যাবার নেই
বন্ধু নেই ।

🍍🍑🌾🍃🌵🌱🌰

হে আমার ঘর,
রেখে দাও তুমি আমায়
তোমার গহীন শূন্যতার ভেতর ;
হাত রাখো আদরে
যেমন রেখেছো চিরটাকাল
আমার নিঃসঙ্গতা ও বিষন্নতার ওপর ;
তুমিই আমার বন্ধু !
বেঁধে রাখো আমার অভিমানে,
যেমন রেখেছো সারাটা জীবন ভর।
তোমার মতো কেউ নয় আপন,
ভাঙতে চাইলে বিমাতার মতো পর ।

ঈশ্বর কৃত দারুণ কারাগার তুমি !
বন্দি করেছো বুঝেছি একদিন আমি,
দিলে না কখনো, দেবে না কখনো
একজীবনে এই পৃথিবী ;
একাকীত্বের পাথর ভার
বসাও তুমি
চির আনন্দে আমার উপর,
চারদেয়ালে নিঃসঙ্গতার চিরসঙ্গী,
তুমি আমার আমি তোমার
হে আমার ঘর।


(১২.০৮.২০২২)