মহীয়সী, যেহেতু মানতেই হবে
অনন্য ও সুরভিত বোলে
তোমার দর্শনের যত রোজ বেড।
ক্রীতদাসের মতোন আজ্ঞা পালনে
রাখতেই হবে অবনত যেহেতু এই হেড,
আই হিয়ারবাই স্ট্যান্ড কারেক্টেড।
তোমাকে ভালোবাসতে গিয়ে
অনিয়ন্ত্রিত আবেগে
আমার যে মনোবেদনা
মনো বিষন্ন নীল আঁধারে
জ্বলে ম্লান পিদিমের মতো
পরাজয় বোধের যে দ্বন্দ্ব ও দ্যোতনা,
তা অবশ্যই তোমার বন্ধনহীন
জীবন কামুক দৃষ্টিতে
আমার মানসিক রোগ ।
বিচ্ছিন্ন দ্বীপের মতো দূর থেকে
প্রণয়, লাস্য ও রমণের মতো রূপকে
তোমার এ জীবন পানের মাতাল বর্ণিল
উৎসবকে দেখে দেখে
বাধিত হয়ে আমাকে করতেই হবে
একা এক কৃতজ্ঞ জীবন ভোগ।
থাকতে পারবে না
কোনো অভিমান অভিযোগ,
নচেৎ তা হবে মানসিক রোগ এলার্মিং রেড!
আই হিয়ারবাই স্ট্যান্ড কারেক্টেড।
(06.04.2023)
* দর্শনের যত rose bed.
*অবনত যেহেতু এই head.
*I hereby stand corrected.
*মানসিক রোগ alarming red.