আমি জীবন সাজাতে পারিনি, তাই তোমাদের অবজ্ঞা
বিধাতা আমাকে দেয়নি, ঘুমিয়েই আছেন পুরোটা সময়,
তাই তোমাদের অবজ্ঞা ।
তোমাদের অহংকারী চোখ
শরবিদ্ধ সারসের মতো সফেদ সাদায় রক্ত ঝরায় আমার বুকে,
গুলিবিদ্ধ বাঘের মতো গোঙানি অহর্নিশ আমার অস্তিত্বে ;
কিবা করে সয় যে মানুষ, আহারে কে জানে?
কে জিজ্ঞাসিবে,
কষ্ট দিতে মানুষেরে বিধাতা বানালেন কেনে?
আমি শুধু জানি, অপেক্ষা আমার;
এইতো একদিন চলে যাবো পরপারে,
তোমাদের অবজ্ঞা, অহংকারী চোখ থেকে দূরে, বহু দূরে।
(জুলাই ০৬, ২০১৮ - ভোর ৫:২২)