জনতার সংগ্রামী জীবন
আর কবিদের কবিতার অনন্ত কষ্টের আশেপাশে
একটি কল্যাণ রাষ্ট্র কখনো ওঠেনি হেসে
বলেনি, এসেছি এবার দৃঢ় সংকল্পে,
সত্যিকারের আশ্বাসে,
সুনিশ্চিত তোমাদের সুখ-শান্তি প্রতিষ্ঠার
নিবিড় শপথে ।

প্রতিবার, বারে বার রাষ্ট্র
লোভী ও নির্লজ্জ ভাঙারির মতো
হেনেছে শুধু ভাঙ্গন আমাদের সরল বিশ্বাসে ।

এবং বর্বরের মতো নেচে গেছে বিক্রির উল্লাসে
আমাদের এই কবি ও জনতার সমগ্র ইতিহাসে ।

(১৯.০৯.২০২৪)