কবিতার ক' ও লিখতে ইচ্ছে করে না ;
চারদিকে এক গহীন অরণ্য গর্জন করে
অযথা.....অযথা!
ওড়ে না একটিও অনুভবের পাখনা,
কবিতার শব্দও দেখতে ইচ্ছে করে না ;
কী যে এক শ্রান্তি, অভিমানের কী এক তৃষ্ণা
বোঝা গেলো না ?
ক্লান্ত মেঘের মতো আসে বাক্য,
ভেঙে ভেঙে সরে যায় ;
শহরে ঘটেই চলে জীবনের পতন,
কবিতার ভাষা আক্রোশেও হারায় ;
অপেক্ষার নেই কোনো সমাধান,
তাই ভেঙেছি অপূর্ব কথাদের রাত ;
ভেঙে দিতে কবিতাও হারালো কী কথা ?
জানি না, গুটিয়ে রেখেছে কবি
কেনো তার সামান্য এই কবিতার হাত ?
হয়তো কবিও তুলছে দেয়াল,
যদি কোনোদিন ভাঙো
আর ভাঙো তার হারিয়ে যাবার খেয়াল।
(১৭.০৮.২০২২)
🌿🌿🍁 কবি আর ইসলাম আর কবি ইমামুল ইসলাম মুরাদ এর প্রতি। আপনার আর তোমার স্নেহ প্রীতি হৃদয়ে খুব স্পর্শ করে । তবে ভাবতে হবে আমার একটিও কবিতা পায়নি পরিচিতি, আজো সৃষ্টি করতে ব্যর্থ আমি একটি যোগ্য কবিতার ঐশ্বর্য । এই অনুভূতি আজকাল আমাকে উদাসীন করে রেখেছে । কী যে করি প্রিয় কবি বন্ধু? ☺