হায়রে ফিলিস্তিনি, অত্যাচারে মরতে যেন শুধুই জন্ম নিলি,
হায়রে মুসা নবী, ঐ জাতিরে কেমনে মোরা মানুষ নামে বলি !?
জাহান মাঝে খালিদ, উমর কোথায় খুঁজে পাই ?
ফিলিস্তিনির নাম-নিশানা সব বুঝি যায় জ্বলি !?
(১০.১০.২০২৩)
হায়রে ফিলিস্তিনি! দেখো কাঁদে চন্দ্র সূর্য, দেখো কাঁদে এ ধরণী
কাঁদে বিশ্বের বিবেক, তবু আঁতাত ও প্রহসনের গুঞ্জণ শুনি !
ষড়যন্ত্রে হাসে পশুগুলো - পশ্চিম দেয়ালে তাবুর আড়ালে,
কবে শুনবো সমরে তাকবীর, এক জাহানের বিজয়ের ধ্বনি ?
(২৯.০৫.২০২১)