হ্যাঁ তুমিই সর্বোচ্চ সমৃদ্ধ
যখন মানবতার জন্য
মানবের বিপর্যয় মাঝে আপসহীন দাঁড়াও ।
হ্যাঁ তুমিই সুচারুতা শিল্প
যদি মানুষের উপকারে নিজ মূখ্য অনুভব
ভুলে যাও ।
হ্যাঁ তুমিই সে আদর্শ
মানুষের সুখ ও শান্তি অর্জনে যদি করো উপেক্ষা
বিপদ এবং মৃত্যু ।
হ্যাঁ তুমিই সে শ্রেষ্ঠ মানুষ
যখন মানুষ মানুষের জন্য এ ধর্ম বিশ্বাসে তুমি
শুধু মানুষ বাঁচাও ।
(১৩.০১.২০২৫)
** Anne Hathaway এর একটি চলচ্চিত্র দেখছিলাম। একজন সাংবাদিকের চরিত্র । চলচ্চিত্রে তার একটি স্থির দৃশ্যের (ফ্রিজ শট) কারণে আমার মাঝে এই বাক্যগুলো সৃষ্টি হলো ।