হ্যা, ঘুম।
ঘুমই আমার অস্ত্র ।
কেননা এই জীবন এক দুর্বৃত্ত
দুঃখ কষ্ট বঞ্চনা নিয়ে
ক্ষিপ্র জালিমের মতো সশস্ত্র ।

হ্যা, ঘুম।
ঘুমে থাকে শূন্যতা, ঘুমে থাকে স্বপ্ন ।
ঘুমিয়ে থাকলে পার হয় সময়,
পার হতে থাকে জেগে থাকা নগ্ন জীবন
অশ্লীল অসভ্য ভগ্ন ।

হ্যা, ঘুম।
চিরশান্তি শেষ ঘুমে ।
কেননা দেয় যে মুক্তি হারামী জীবন
এই জীবন যুদ্ধের অবসানে।

(২৫.১২.২০২২)