রাজনীতি আর রমণীর বিবিধ দর্শনে
দগ্ধ হতে হতে হঠাৎ দেখি হতবাক !

লাল-সবুজের ইতিহাস নিয়ে দারুণ সংগ্রামী
যেন ইষ্ট দেবতার মতো কোনো এক গুরু,
অথচ আশ্চর্য গুরুটির বন্ধু,
রাত-দিন সর্বনাশ করে ফেলা এক মহান জুয়ারু।

রমণীকে জানাতে ইচ্ছে করে, যদিও
এই সংবাদে, চলচ্চিত্রের রূপসী নায়িকার মতো
তার হাত থেকে পড়ে
ভাঙ্গবে না কাঁচের গ্লাস, প্লেট অথবা পেয়ালা...
তবুও জিজ্ঞাস্য অবশ্যই বাজাতে বাজাতে
রম্য মধুর বেহালা
বিপ্লবী ও জুয়ারুর এই বন্ধুত্বের গল্প
না জেনেই কি হে শিষ্যা,
গুরুর আদর্শে আজ আপনি এক আদুরে বেহুলা !

গুরু কি জানেন, অথবা জিজ্ঞাসিবেন কি শিষ্যা,
জুয়ারুটি সরকারের চাকুরী করতো,
অথচ তাসের নানা আড্ডার টেবিলে
প্রতিদিন কোন বৃক্ষ থেকে ছিঁড়ে
এত এত অর্থ তার হাত থেকে ঝরতো !

(০৩.০৬.২০২৪)