০১.

এ সময়ে যেন
আমার লাল-সবুজের অস্তিত্ব প্রত্যাখ্যাত !

চারপাশে আমার কারা কারা বাঙালি
জানি না তো !

চারিদিকে আজ হানাদারের অশুভ প্রেতাত্মার মতো
বিজাতীয় অন্ধকার !

লাল-সবুজের পুন:প্রতিষ্ঠায় প্রয়োজন তাই
বাঙালির গেরিলা একাত্তর আবার ।


০২.

আমরা দেখছি, দেখছি বাড়াবাড়ি !
  মুছে দিচ্ছিস্, ভেঙ্গে ফেলছিস্,
  
   বেজন্মা মজায় ভারী !

খুব সহজ উপায়, থামাতে উগ্রতা তোর,
গেরিলা, গেরিলা, আবারো একাত্তার ।


(২৯.০৩.২০২৫)
(২৮.০৩.২০২৫)