(১)

সরল নারী যায় হেঁটে যায় গ্রামের শ্যামল পথে
দোষ করে নাই তবু দেখি মেশায় দোষের সাথে
ঘোমটা আড়াল অশ্রু চোখে থাকতে হবে বোবা
মন পাখিরে বন্দী রাখাই গ্রামীণ নারীর শোভা ।

(২)

গ্রামীণ নারী সরল হৃদয় পাঠ করি আয় নিষেধ
মোল্লা থেকে পাদ্রী-পুরুত কৈ পাবি তুই ভেদ ?
শাস্তি দেবার কায়দা-কানুন ঠোঁটের ডগায় শেখা
অন্ধকারের যুগ কাটেনি, যায়নি আলোর দেখা।


(২৬.১০.২০২২)
(৩০.১০.২০২৩)