তোমার ঐ স্বাধীনতা যেনো
প্রাচীন বৃটেনের বুডিকাহ্ রাণীর ভারী তরবারি,
মুহূর্তেই ছিন্ন করে মুন্ড
যারা হৃদয়ের প্রতি হয় সামান্যতম আগ্রহী।

তোমার পরোয়া না করা চোখের ঐ মিষ্টি দৃষ্টি,
প্রকৃতপক্ষে তা মেডুসার মতোন মিথোলজিক,
সামান্যতম অনুরাগের চিহ্ন দেখামাত্র
তাকে পাথর করে ফেলাই যেন অসামান্য এক তুষ্টি।

তোমার চুলের ঐ বোহেমিয়ান বাতাস
এবং বোহেমিক মাংসের যে উদারতা সমস্ত শরীরে,
সত্যিই সুন্দর !
তবু বিষাক্তই হয় শেষমেষ যত প্রেমিকের ভুবন
তোমার বহুগামী শিল্পের নখরে ।

প্রেম থেকে তুমি এত বিযুক্ত, এত মহান,
অথচ শিল্প সাহিত্য সংস্কৃতির ন্যূনতম খ্রিষ্টদের
কাছে পেলেই
কী আহ্লাদীর মতো তুমি লজ্জাহীন
দু'পায়ে চুম্বন করে হতে চাও হঠাৎই কুলীন,
গৌণ সব সাহিত্য খ্রিষ্টের প্রেমিকা, মেরী ম্যাগডালিন।

(০৮.০৭.২০২৪)