হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির
ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি,
ছিল আমাদের স্বাধীনতার এক স্মৃতি স্তম্ভ,
বিজয়ের মিনার ।

যে মাটির উপর দাঁড়িয়ে ছিল বাড়িটি
সে মাটিও যে স্বাধীনতা সংগ্রামের
অমরাবতী,
বাঙালির ইতিহাস কখনো করে না
তা অস্বীকার ।

দেখবে একদিন জেনে রাখো,
বাঙালি তকমাধারী অকৃতজ্ঞ যত
মুখস্থ মরু মস্তিষ্কের ধর্মান্ধ
রাজাকার, বেঈমান, কুলাঙ্গার,

সত্য ইতিহাস ঈশ্বরের মতো

শেখ মুজিব এর ৩২ নম্বর বাড়ি
ধানমন্ডির ঐ মাটিতেই গড়ে দেবে
সত্য ইতিহাসের সে ঈশ্বরই আবার ।

(০৭.০২.২০২৫)