"ভূমিকা"

জানবে না এই পৃথিবী এবং পৃথিবীর কেউ
কেন এ সমুদ্র অনুভবে আগুনের মতো ঢেউ।
কেন প্রবল ইচ্ছের উপর বাঁধি মহা ভারী শৃঙ্খল
খুন হই বারবার তবু হাঁটি তার দর্শনের দঙ্গল ।
সে শিখবে না প্রেম তবে শেখাবেই যেন বন্ধুত্ব
সহস্র গলায় সুরা ঢালা সাকী সে, এই তার সত্য।

"মূল অংশ"

লজিকের বাক্য তার
বুকে ধরে দাঁড়ালাম ঐ ভবনের ফুটপাতে,
কিন্তু সে কি জানে,
তার সত্যবাদী শরীরের মিথ্যা
এই হৃদয়কে করেছিল কী নিহত
                  সেই সন্ধ্যাটির ছায়া মঠে ।

বলেছিল, সে না গেলেও যায় ঐ তৃষিত
প্রতিটি সেতার সন্ধ্যা পানে ।
না হে না রমণী, তোমার জন্য পিপাসিত যে
তুমি যাওনি বোলে সে-ও যায়নি
সরোদের ঐ সন্ধ্যার প্রাঙ্গনে।  

যেতে চাও না আমার সাথে কখনোই,
এ সত্য জেনেও তবুও বারবার সিক্ত রিক্ত হই,
তোমার অনৃজু যুক্তি আর দর্শনের
দুর্দান্ত অবগাহনে।

"উপসংহার"

তবে কেনো দেবো তাকে তার বৈশাখে
আমার কবিতা অথবা গান ?
কেনো তার প্রহেলিকা কুহেলিকা প্রেমে
ভুলতে হবে আমার অজেয় অভিমান ?

কেন দেখবো তাকে মঞ্চে,
                সে কি আমার কষ্টের বাহিকা ?
সে তো তার পূজারীদের জন্যই
         বৈশাখে এক গল্প পড়া গল্পের নায়িকা ।

(০৩.০৫.২০২৪)