কথা বলবে না তবে ?
উপভোগ্য কি তাহলে আজ হৃদয়ের দুর্বলতা ?
এবং কথাহীন মুহূর্তই হবে উপহার মিশিয়ে অবজ্ঞা ?

অথচ দাঁড়াবে ঘাসের বেদীতে
রঙ্গ মুখর সংলাপে যখন তখন রাঙা পরিধানে,
কখনো রাখবে খালি দুই পা স্বপ্নে ও শিশিরে,
যেমনটি রেখেছিলে সেদিনের সকালে হঠাৎই
খুব সাধারণ একটি ইচ্ছায় অথচ ভাবোনি
সেই দৃশ্য হবে অপার এবং আশ্চর্য স্নিগ্ধ,
হবে এ হৃদয়ে মহামূল্য
সেলুলয়েডের অমর শিল্পকর্মের মতো ।

থাক, আর বলতে হবে না কথা ।
এবং বুঝতেও হবে না,
ঘাসেদের বুকে ঐ খালি দু'পায়ের স্পর্শগুলো
শুধু একজনের মাঝেই সৃষ্টি করেছিল
মৌলিক অনুভবের কী ঐশ্বর্যময় গভীরতা ।

(২৪.০২.২০২৫)