আমি তোমাকে দেখেছি ঠিকই,
প্রতিবন্ধকতা, তর্ক, অপবাদ ও সমালোচনার
প্রবাহের মাঝেও হেঁটে যেতে যেতে,
কখনো ঘাসের বুকে, কারো সাথে আলাপে
এ দু'চোখ ঠিকই খুঁজে নিয়েছে তোমাকে,
স্থানচ্যুত অনুভূতি দেবার
ওদের সব বাজে অভ্যাসের অশান্তির মাঝেও,
একটি রক্তরাঙা জ্যোর্তিময় অনুরাগের মতো
তোমাকে প্রদক্ষিন করতে চেয়েছি ঠিকই,
এবং চেয়েছি অহেতুক কর্তিত হয়ে যাবার এসব
বিষাদের উপর
তোমার কিছু নিরাময় যোগ্য বাক্যের প্রলেপ,
অথচ তুমি ব্যস্ত ছিলে সাজাতে ফরমায়েসি বসন্ত,
তোমার আগ্রহের অগ্রভাগে ঝুলিয়ে যাচ্ছিলে শুধু
নানা রঙের ফাগুনের নির্দেশনামা ।

(১২.০২.২০২৫)