(১)
মহামারীর মতো অভ্যস্ত হয়ে যাওয়া
বাঙালিদের ফেসবুক কালচার
একাত্তরে মৃত লাশ খুঁটে খাওয়া
শকুনের চেয়েও মারাত্মক ক্ষুধার্ত
ভালচার।
মানব অন্তর্গত বহুগামিতার উপর
দাঁড়িয়ে ফেসবুকে অপরিচিত নারী ও নর
যেন সে আকাঙ্ক্ষা পূরণে
ভালোবাসা চিহ্নের বেসামাল ছাপ মেরে
উপগত পরষ্পর।
এনেছে ডেকে বাঙালি জীবনে
পশ্চিমা কায়দার সেই বন্ধুত্ব অনুভবে
জাস্ট ফর ফান এক রাত্রি সম্ভোগের
এক বিপজ্জনক ফিউচার ।
বাঙালি শালীন সমাজের রন্ধ্রে রন্ধ্রে
আজ আলসার
ফেসবুকের ভালচার কালচার।
(২)
ফেসবুকের ভালোবাসার চিহ্ন
ছাপ মেরে মেরে
অপরিচিত নারী ও নরে
বাঙালি সম্পর্কের শালীনতা
করেছে সাবার
সর্বনাশ হয়ে গেছে যা হবার
তবে কি আর বাধা মিস্টার জুকার !
লাভ চিহ্ন করে দিন লাভার !
আরো পোক্ত হোক শুদ্ধ হোক
আর শুধু লাভ নয় আই এম ইয়োর লাভার!
সরাসরি সিম্পল রাখঢাকের কী দরকার
রমরমা হয়ে উঠুক
ভার্চুয়াল রমণে বাঙালির ফেসবুক দরবার।
(০৬.০৫.২০২৩)
*Vulture Culture. / Future./ Ulcer. / Love. / Lover.