(১)

ভালোবাসার চিহ্ন সস্তায় ক্ষুন্ন
করেছে জুকারের ফেইসবুক ।
অপরিচিত নারী ও নর
ছাপ দিতে একে অন্যের উপর
নিম্ফোর মতোন থাকে উত্তপ্ত উন্মুখ।
বন্ধু বন্ধু অজুহাতে
ফেসবুকে দিবারাত্রি চলে
বহুগামী রমণের ভার্চুয়াল সুখ।

(২)

ঘরে ও বাইরে
অথবা কর্ম আলয়ে
কেউ কেউ কী যে মাথা নিচু
একেবারে কথা নেই যে কথার পিছু
কী যে ভঙ্গুর ও ভদ্র আর মৃদু
সর্ব বিচারে অর্থাৎ
কী যে মহান অনন্যা সাধু
যেন উল্টে খেতেই পারে না
মাছ ভাজা!

অথচ যখন দেখি ফেসবুকে
তিনি যে বিশ্ব বান্ধবী
তিনি যে বিশ্ব প্রেমিকা ।
মন্তব্যে মন্তব্যে কী মুখরতা
টিয়া ময়না না হয় কাকাতুয়া ।
পোস্টে পোস্টে পদ্মার মতোন
কী আকর্ষণ উদ্রেকী
শব্দ বাক্যের অদম্য স্রোতমালা।
ভালোবাসার চিহ্নটি
ছাপ মেরে যেতে নির্বিচার মাতামাতি
যেন মহান রূপসী রূপোপজীবিনী
দারুণ দুলিয়ে মাজা ।
শীতকালীন সালাদের
রঙিন সবজির চেয়েও তিনি তখন
মনোহর উপাদেয় তরতাজা!


(০৩.০৪.২০২৩)
(০৬.০৫.২০২৩)