এভাবেই প্রতিদিন চালচিত্র ।
তোমাকে জানাই অভিবাদন,
তুমি কখনো আমার শত্রু,
কখনো আমার মিত্র ।

এভাবেই একঘেঁয়ে আবর্তন।
কথার যুদ্ধে জটিল কুরুক্ষেত্র,
আনন্দ বেদনায়
মুখরিত মৌন অথবা ক্লান্ত
আমাদের এইসব দিবারাত্র।

(৩১.০৫.২০২৩)