এ হৃদয় এখন নিস্তব্ধ হতে চায়,

চায় অস্তিত্ব বিদীর্ণ করা এক বিস্ফোরণ।

সেদিন চেয়েছি প্রেম
এসে দাড়াঁলে যেদিন দৃষ্টির দরজায় ।

ভাবিনি চাইবো আজ
           এতটা ভালোবেসেও বিস্মরণ।

(২৪.০৪.২০২৪)