তোমার জন্য আমার এত ভালোবাসা আছে,
তুমি যা ইচ্ছে তাই করতে পারো।

একটি লোভী মিষ্টি মৌ এর মতোন শোষণ করে
নিমেষে লুকিয়ে ফেলতে পারো তোমার হৃদয়ে,
তুলে দিতে পারো মাছরাঙ্গা কোকিল টিয়াদের ঠোঁটে,
ছুঁড়তে পারো দম্ভ ভরে অরণ্যের বাঘ-কুমিরের মুখে,
মেঘেদের মাঝে ভাসাতে পারো হেসে হেসে
মন খারাপের দিনে ওরা যেন অঝোর বৃষ্টি নিয়ে আসে।
মেশাতে পারো সমুদ্রের সাদা ফেনাদের সাথে,
চন্দ্রনাথ পাহাড় থেকে ছড়াতে পারো
এই সবুজ দেশের বাতাসে।

প্রেমের স্পর্শ ছাড়াই যারা চলে গেলো,
বঞ্চিত ওদের সমাধিতে
দিতে পারো দুঃখের দীপাবলীর মতো জ্বালিয়ে।
কিছু মেখে দিতে পারাে তাদের বুকে,
তোমার মতো কাউকে ভালোবাসার আশায়
যাদের হৃদয় গিয়েছে ভেঙ্গে।
দিতে পারো তাদেরও
যারা কবিতার মতো একটি জীবন পেলো না খুঁজে।

আরব্য রজনীর শেহেরজাদীর মতো সাজাতে পারো
রাতের পর রাতের গল্পে।
অথবা ফেলে দিতে পারো অবহেলায়, শহরের নর্দমায়,
হিসেব নিকেষে লাভজনক
আরো উন্নত ভালোবাসা প্রাপ্তির সংকল্পে।

(২২.০৭.২০২৩)