চলো পার হই এই পর্বত
চলো পার হই এই নদী
অনন্ত প্রদীপ্ত কোনো দিগন্ত
খুঁজে পাই কোনদিন যদি
চলো নামিয়ে রাখি আমাদের কষ্টগুলো
এবং পুনরায় কথা বলি।

🌹🍀🌿🍁🌳🌷

*আমার মূল ইংরেজি কবিতা :
Eternally Glowing Horizon

Let's cross the river
Let's cross the mountain
If we ever find an
eternally glowing horizon
Let us lay down our pains
and speak again.

(17.05.2023)