উদাসীনতা আসে
মেঘের মতোন ভাসে
কী করবো বলো ?

অনেক বলেছি কথা
ব্যর্থ, তাই নীরবতা
এ খেলা তোমরাই খেলো ।

এই যে বৃক্ষটি আমি
নেই ফুল লতা পাতা দামি
প্রার্থনা ছিল তো প্রারম্ভেই
এসো উপড়ে ফেলো ।

(১৪.১২.২০২৩)