হৃদয় থেকে রক্ত ঝরে পড়া
ছবিটির মতো কবিতা লিখতে ইচ্ছে করে ;
নিকষ কালো অন্ধকারে বসে থাকা
কোনো নিথর আর বিমুখ মানুষের মতো
কবিতা লিখতে ইচ্ছে করে ;
লিখতে ইচ্ছে করে চারদিক পুড়িয়ে দেয়া
লেলিহান অগ্নির মাঝে
তৃপ্তিতে বসে থাকা মানুষের মতো কবিতা ;
পৃথিবী ধ্বংস হয়ে যাবার
ধর্ষকামী ক্রোধের মতো
লিখতে ইচ্ছে করে কবিতা ;
প্রেম বলে একটি দুর্বোধ্য
কখনো বেশ্যার মতো অশ্লীল
কখনো নরকের মতো কষ্টের শব্দটিকে
বার বার হত্যা করতে করতে
কবিতা লিখতে ইচ্ছে করে ;
যে নারীরা প্রেম ও কবিতাকে হত্যা করে
তাদের, রক্ত গোলাপের মতো ছিঁড়ে ছিঁড়ে
দারুণ রোষে পায়ে পিষে
সিগারেটে মহাসুখের টানের মতো
কবিতা লিখতে ইচ্ছে করে ।
এরকম ইচ্ছেই আমার কবিতাকে
কবিতা করে ;
তখনই বেঁচে থাকা ভালো লাগে
আমি তখন কথা বলতে পারি
ঈশ্বরের মতোন স্বরে,
না হলে জীবন ও কবিতা আমার
হয়ে পড়ে বিকলাঙ্গ এবং ব্যর্থ
আহত কুকুরের মতো অসহ্য বিলাপ করে।
(১৬.০৯.২০২২)