জিহবা অথবা কলমে
দুঃখের শব্দ যত,
সবচেয়ে দুঃখের হলো এই,
'এমন তো হতে পারতো' ।
[ ঐ যে ওকে দেখছো
ভালোবেসেছিলাম একদিন,
সে আজ অন্যের কিন্তু হতো আমারই,
'এমন তো হতে পারতো' । ]
(১৬.০১.২০২৫)
For all sad words
of tongue and pen,
The saddest are these,
'It might have been'.
- from the poem Maud Muller
by John Greenleaf Whittier