বাসে বসে একটি মেয়ে
মেলে দেয়া তার পূর্ণ দুটি চোখে
কী সুন্দর এক মনোযোগে
ঠোঁটে রেখে আধো আধো হাসি
শুনছিল মুগ্ধ হয়ে ছেলেটির কথা.....

মেয়েটি জানে না অন্যপাশে
তার সরল অভিব্যক্তির সৌন্দর্যে তন্ময়
সময় পেরিয়ে আসা কোনো বিষন্ণ হৃদয়
জানালার পাশে বসে একা
লিখছিল.......একটি অপূর্ণতার কবিতা।

(২২.০৬.২০২৩)