ব্যর্থতার চাঙ্গর তুলতে তুলতে
খুব ক্লান্ত,
তবু ক্রোধ আমার প্রলয় ঘটাতে থাকে উন্মুখ ;
পৃথিবীর মৃত্তিকা আর মানুষের বুক
খুঁড়তে খুঁড়তে
ডেকে এনেছি শুধু সর্বনাশ ;
পেয়েছি লোভের খনিজ আর রক্তের ধারায়
ধ্বংসের অভিলাষ ;
অথচ কী আশ্চর্য! খুঁজে পাইনি
রূপকথার মতো
জীবনের কোনো রত্ন অথবা হৃদয় !
অদৃশ্যের অক্ষরে তবে কেনো আর ভয় ?
রূপকথাই তো মনে হয় !
আকাশটা এই দুই বিতৃষ্ণ মুষ্টির বাইরে,
না হলে
ঐ নীল আর তার পেছনের অন্ধকার ছিঁড়ে
দেখে নিতাম ঈশ্বরের মুখ ;
স্বর্গ উদ্যানে ছুঁড়ে দিতাম
দ্বৈরথের আকাঙ্ক্ষায়
বৃশ্চিকের মতো পৃথিবীর সমস্ত অসুখ ;
অক্লান্ত শিকারীর মতো
আমি খুঁজি মৃত্যুর বৈধ পরোয়ানা ;
শেষ হোক নীল বিষের মতো আকন্ঠ পান,
জীবনের লেলিহান বৈষম্য আর দুখ ;
অথবা চাই পৃথিবীর মানবেরা
ঈশ্বরের মতো একটি নতুন পৃথিবী আনুক।
(১৬.০৯.২০২২)