একটি মিনিট একটু শোনো, একটি মিনিট
যদি চুপ করো ।
একটি মিনিট আমায় তুমি দিতে দাও উত্তরগুলো ।

একটি মিনিট থামাও তুমি অভিযোগের প্রবল ঝড়,
একটি মিনিট ভাবো তুমি, আমি কি তোমার এতই পর ?

একটি মিনিট বন্ধ করো অভিমানের মরণ জোয়ার,
একটি মিনিট তাকাও চোখে, খুঁজে পাবে তুমি আবার !

একটি মিনিট ! একটি মিনিট ! এই দেখো আমি করজোড় ।
একটি মিনিট একটু ছাড়ো, যে জায়গায় তুমি অনড় ।

একটি মিনিট শান্ত হলে, বিবেক তোমার ছিঁড়ে খাবে,
ছন্নছাড়া রাগের মাঝে কত অন্যায় আঘাত দিলে ।

একটি মিনিট তাকাও পাশে, কৌতুহলী চোখেরা হাসে,
বেপরোয়া যে ছুটছে ঘোড়া, থামবে কি আজ সর্বনাশে ?

(০২.০১.২০১২)